Privacy Policy

Who we are

shodaibazar.com এ আপনাকে স্বাগতম।

ShodaiBazar একটি অনলাইন ভিত্তিক ই-কমার্স ফ্লাটফর্ম, যার কোনো অফলাইন কিংবা ফিজিক্যাল স্টোর নেই। আমরা ২০১৮ সাল থেকেই অত্যন্ত সততার সাথে আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছি। প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াও গ্রাহককে বিভিন্ন সময়ে ফ্রি ফাইল এবং সাবস্ক্রিপশন দিয়ে থাকি (যা পূর্ব নোটিশ অনুযায়ী নির্ধারিত তারিখের মধ্যেই কেবল প্রযোজ্য থাকে)।

লেনদেন প্রক্রিয়া:

আমাদের রয়েছে নিরাপদ পেমেন্ট ব্যবস্থা। যেখানে আমরা গ্রাহক থেকে অতিরিক্ত কোনো ধরণের সার্ভিস চার্জ নেই না। এছাড়াও আমাদের ওয়েবসাইট SSL সার্টিফাইড হওয়াতে পেমেন্ট লেনদেন কিংবা ব্রাউজিং থাকে সর্বোচ্চ নিরাপদ।

ব্যক্তিগত তথ্যের ব্যবহার:

সাইটের বিভিন্ন ফিচার ও সার্ভিসের জন্য রেজিস্ট্রেশন করার প্রয়োজন হতে পারে। ব্যবহার ও রেজিস্ট্রেশনের শর্ত হিসেবে আপনি যেকোন প্রয়োজনে ShodaiBazar কে আপনার সাথে যোগাযোগের সম্মতি দিচ্ছেন। আপনার অনুমোদন ছাড়া আমরা তৃতীয় কোন পক্ষকে তাদের প্রচারণা ও বিপণনের জন্য আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি বা ধার দেই না। রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ী আপনার দেয়া ফোন নাম্বার কিংবা মেইল শুদুমাত্র আমাদের প্রোডাক্ট ডেলিভারি কিংবা কোনো স্পেশাল অফারের ক্ষেত্রে আপনাকে জানানোর উদ্দশ্যেই ব্যবহারই করা হয়ে থাকে। এছাড়া বিকল্প কোনো কাজে আপনার তথ্য আমরা ব্যবহার করি না।

কুকি:

গ্রাহককে অত্যাধুনিক অনলাইন অভিজ্ঞতা দেয়ার লক্ষ্যেই সাময়ীক সময়ের জন্য ওয়েবসাইট কুকিজ সংরক্ষন করে থাকে।

অ্যাকাউন্ট:

আপনার অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন সংখ্যা, অক্ষর ও বিশেষ চিহ্ন ব্যবহার করে শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন। পাসওয়ার্ড অন্য কাউকে জানাবেন না। একাউন্ট সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব আপনার। আপনার একাউন্ট পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য অন্য কাউকে যদি জানান, তবে আপনার অ্যাকাউন্টের নাম ব্যবহার করে করা প্রতিটি কাজের জন্য আপনি দায়ী থাকবেন।

নোট: উপরুক্ত নীতিমালা সব ভিজিটর, ক্রেতা, গ্রাহক এবং ব্যবহারকারী (এখানে ইউজার হিসেবে বলা হবে), সবার ক্ষেত্রে প্রযোজ্য।

Shopping Cart
Scroll to Top